1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

আগামী ৫ অক্টোবর কবিতাকুঞ্জের আয়োজনে প্রচারিত হবে “গুরু শিষ্যের আবৃত্তি”


সাহিত্য ডেস্কঃ কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের ভার্চুয়াল ফেইসবুক লাইভের ধারাবাহিকতায় এবার প্রচারিত হবে “গুরু শিষ্যের আবৃত্তি”

আবৃত্তিশিল্পী ও কবি এবং বাংলাদেশ বেতারের উপস্থাপক জাহানারা রেখার সঞ্চালনায় আগামী ৫ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯:৩০ মিনিটে এবং ভারত সময় রাত ৯ টায় এ ভার্চুয়াল লাইভটি কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের অফিসিয়াল ফেইসবুক গ্রুপে প্রচারিত হবে বলে জানান কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের প্রতিষ্টাতা ও পরিচালক সুমন রহমান।

“গুরু শিষ্যের আবৃত্তি” পরিবেশন করবেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী পার্থ মুখোপাধ্যায় ও আবৃত্তির রাজকন্যা ঈশিতা দাস অধিকারী।

ক‌বিতাকুঞ্জ সা‌হিত‌্য প‌রিবারের প‌ক্ষ থে‌কে দেশ-বিদেশের কবিগণ,পাঠক-পাঠিকাবৃন্দ এবং সকল শুভানুধ্যায়ীদের লাইভটি দেখা পূর্বক সফল সমাপ্তির আশাবাদ ব্যক্ত করেন সংগঠণের প্রতিষ্ঠাতা ও প‌রিচালক সুমন রহমান,কেন্দ্রীয় সভাপ‌তি সাবা সাব‌রিন,কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জা‌হিদুল ইসলাম মোস্তফা, নির্বাহী প‌রিচালক নেপাল সূত্রধর চয়ন প্রমুখ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet