
নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
নিউজ পয়েন্ট ডেস্ক:: মহান মুক্তিযুদ্ধের চেতনায় উচ্চ মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা এবং জাতীয় শক্তি হিসেবে তাদের সংঘবদ্ধ করার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে ভুমিকা রাখার লক্ষ্যে সামসুর রহমানকে আহবায়ক ও এস এম শাকের আহমদ শাকিলকে সদস্য সচিব নির্বাচিত করে ৩১ সদস্যের৭১’র চেতনা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন পলাশ সেনাপতি, আলী হোসেন রুহেল, জালাল উদ্দিন, আব্দুল করিম, বদরুন নাহার হক,শাহ মোদাব্বির আলী বাপ্পি, সাইদূর রহমান, ইমরান আহমেদ সুমন, শাহরিয়ার আহমদ ইফতি, আজিজুল ইসলাম রাহাত, হিফজুর রহমান, মো. মুস্তাক আহমদ, নাঈম আহমদ চৌধুরী, মাহাদি হাসান মিহান, আব্দুস সামাদ ইমন, শাহ মো. সায়েম আহমদ, আবু তাহের, আব্দুল্লা চৌধুরী, আরহামুল আলীম আকিব, সাঈদ বখত সাজু, আব্দুস সামাদ, মিজান আহমদ চৌধুরী, প্রিতম রায়, ওমর ফারুক খান, হুসাইন আল নয়ন, মারওয়ান আহমদ, মোস্তাক আহমদ, নাদিম আহমদ বাপ্পি ও মাহিল আহমদ চৌধুরী।