নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেটে অর্ধশত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা বিপ্লব কান্তি দাস।
গতকাল মঙ্গলবার সিলেট জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক বিপ্লব কান্তি দাসের সাথে কথা বলে জানা যায় প্রায় অর্ধশত পরিবারকে এক সপ্তাহের খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।
তিনি বলেন, মহামারির এ সময়ে মানুষ খাদ্যসংকটে ভুগছেন। কিন্তু অনেকেই কারো কাছে হাত পাততে পারছেন না। তাই সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরীর তত্ত্বাবধানে এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের নির্দেশে আমি আমার সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
তাই আমি ৫০টি পরিবারকে চাল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজ, মুড়ি, চানাসহ খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছি। প্রকৃত অসহায় মানুষকে বেছে এসব খাদ্যসামগ্রী দেওয়ার চেষ্টা করছি।
বিপ্লব কান্তি দাস আরও বলেন, দেশের এই সংকটময় সময়ে দেশের বিত্তশালী মানুষ যদি এগিয়ে আসেন তাহলে কোন মানুষের মাঝে খাদ্যের অভাব থাকবে না।
এদিকে এসব খাদ্যসামগ্রী বিতরণ মঙ্গলবার থেকে শুরু করে আগামী পাঁচ দিনে নিজে উপস্থিত হয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিবেন বলে জানান তিনি।
নিউজপয়েন্ট সিলেট/সবুজ শর্মা