নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
নিউজ পয়েন্ট ডেস্কঃ আগামী ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৮ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল।
করোনাভাইরাস সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সংগঠনটির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (২৭ ডিসেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
৪ জানুয়ারির কর্মসূচির মধ্যে রয়েছে- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটা এবং পুনর্মিলনীর আয়োজন। পুনর্মিলনীতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং দুস্থদের মাঝে শীতবস্ত্রও বিতরণ করা হবে।
এ বিষয়ে ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ আরিফ হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, রবিবার সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এবার স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচি পালিত হবে।