1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ২৮ জুলাই, ২০২১

৩৬ দিন পর স্ত্রীর লাশ উদ্ধার ঘাতক স্বামী আটক


৩৬ দিন পর স্ত্রীর

সৈয়দ সিরাজুল ইসলাম হাসান::মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানে স্ত্রীকে হত্যার পর নিজ বাড়ির উঠানে ৩৬ দিন লাশ পুঁতে রেখেছিল স্বামী।

বুধবার (২৮ জুলাই) সকালে মাটি খুঁড়ে লাশ উদ্ধারের পাশাপাশি হত্যাকারী স্বামীকে আটক করেছে থানার পুলিশ।

নিহত সুচিত্রা শব্দকর ওই উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইনের সুবাস বাউরী ওরফে নুনুর স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

প্রাথমিকভাবে জানা যায়, পারিবারিক কলহের জেরে চলতি বছরের ২২ জুন নিখোঁজ হন সুচিত্রা শব্দকর। ৩৬ দিন পর বুধবার সকালে তার মেয়ে সীমা শব্দকর স্বীকার করেন- বাবার কুড়ালের হাতলের আঘাতে তার মায়ের মৃত্যু হয়। এরপর লাশ বাড়ির উঠানে পুঁতে ফেলে তার বাবা। এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে নিহতের স্বামী ওরফে সুবাস বাউরী ওরফে নুনু। পরে স্থানীয়রা তাকে পাত্রখোলা জামে মসজিদ এলাকা থেকে আটক করে গাছে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়।

কমলগঞ্জ থানার ওসি তদন্দ সুহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন সুবাস বাউরী।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet