1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ১২ এপ্রিল, ২০২১

৩য় জাফরাবাদ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন


স্পোর্টস ডেস্কঃ জাফরাবাদ যুব সমাজ কতৃক আয়োজিত ৩য় ফুটবল টুর্নামেন্ট পর্দা নামলো আজ ১২/০৪/২০২১,উক্ত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আব্দুল বাছিত রাহি ও আলী আহসান আদনান এর যৌথ উপস্হাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ডের সদস্য ও জাফরাবাদ গ্রামের কৃতি সন্তান ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উক্ত টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি রেজওয়ানুল বারী শিপ্পু,পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ফুটবলার ও ৯ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সুফিয়ান আহমদ,সাবেক ফুটবলার বুলবুল আহমদ।

আরো বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার আব্দুস সামাদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বক্তব্যে বলেন,খেলাধুলা তরুণ প্রজন্মকে মেধা ও মননের বিকাশে সাহায্য করে এবং ভবিষ্যৎে আর ও বড় পরিসরে খেলা আয়োজনের আশ্বাস দেন।ফাইনালে আব্দুল হক একাদশ ও সত্য একাদশ অংশগ্রহণ করে এবং সত্য একাদশ ১-০ গোলে জয়লাভ করে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet