1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

২য় ধরাধরপুর মিডবার নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


২য় ধরাধরপুর মিডবার নাইট ফুটবল
টুর্নামেন্টের উদ্বোধন

সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৯নং ওয়ার্ডের অর্ন্তগত তরুন ফুটবলার ক্রীড়ানুরাগী শাকিব, সাব্বির,শাকিল, ফুয়াদ এর যৌথ উদ্যোগে ২য় ধরাধরপুর মিডবার নাইট ফুটবল টুর্নামেন্ট -২০২৩ উদ্বোধনী খেলা ৬ জানুয়ারি শুক্রবার রাতে ধরাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবী,ক্রীড়ানুরাগী আহমদ হোসেন রেজা’র সভাপতিত্বে ও ক্রীড়ানুরাগী সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল উদ্দিন রাসেল এর পরিচালনায়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অলিউর রহমান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন ক্যানারি ওয়ার্প ইউকের রিলেশন অফিসার ও ওয়েস্টহাম ফুটবল একাডেমী টিমের এম্বাসেডর জাকির খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট
কাউন্সিলর কবির আহমদ, বলদী অাদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাউন্সিলার পদপ্রার্থী গোলাম মোস্তফা কামাল,তেতলী ১ নং ওযার্ড মেম্বার নাসির আহমদ,সমাজসেবী জামাল উদ্দিন, মোঃ ফজল মিয়া।
উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার মোস্তাক আজাদ রুনু,ক্রীড়ানুরাগী আব্দুল খালিক,মুহিবুর রহমান মুয়িন,টিপু আহমদ,ফখরুল ইসলাম প্রমুখ।

খেলায় টাইব্রেকারের মাধ্যমে মেহদি একাদশ বনাম (২) বড বাড়ি ধরাধরপুর’কে পরাজিত করে মেহদী
একাদশ জয়লাভ করে।
খেলা ধারাভাষ্যকার পরিচালনা করেন কামরান হোসেন।
শেষে মেহদী একাদশ টিমের হাতে সমাজসেবী ও কাউন্সিলার পদপ্রার্থী মাজারুল ইসলাম শাকিল এর সৌজন্যে ম্যান অব দা ম্যাচ প্রদান করা হয়।∼

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet