
নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ১৫ মার্চ, ২০২১
করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে চাকরিপ্রার্থীদের একটি অংশ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবি জানালেও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানিয়েছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ১৯ মার্চেই এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে। এখন পর্যন্ত পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত নেই।
সোমবার (১৫ মার্চ) দুপুরে তিনি গণমাধ্যমকে বলেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১৯ মার্চ এই পরীক্ষা নেওয়া হবে। এখন পর্যন্ত এই সিদ্ধান্তই আছে।
দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় এই পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছেন ৪১তম বিসিএসের পরীক্ষার্থীদের একটি অংশ।
তাদের দাবি, ৪১তম বিসিএস পরীক্ষার তারিখ পিছিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজের হল খোলা ও করোনার টিকা কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে পুনঃনির্ধারণ করতে হবে। এবার ৪১তম বিসিএসে আবেদন করেছেন প্রায় পৌনে পাঁচ লাখ চাকরিপ্রার্থী।