নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
নিউজ পয়েন্ট ডেস্ক:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন (১৮ অক্টোবর) আগামী রবিবার।
দিনটি উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে রবিবার (১৮ অক্টোবর) দুপুর ২ ঘটিকার সময় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হুসেন।
এছাড়াও আরো সম্মানিত অতিথিবৃন্দ অনুষ্টানে উপস্থিত থাকিবেন।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সিলেট জেলা সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমরুল হক অনুরোধ জানিয়েছেন।
এছাড়াও সিলেটের সকল উপজেলায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে দিবসটি পালন করা হবে।