1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

১০ মে’র মধ্যে প্রাথমিক শিক্ষকদের ১৩তম গ্রেড বাস্তবায়নের নির্দেশ


আগামী ১০ মে’র মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড বাস্তবায়নের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে ডিপিই। এতে স্বাক্ষর করেছেন ডিপিই মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম।

নির্দেশনায় বলা হয়েছে, গত বছরের ৯ ফেব্রুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আইবাস ++ সংযুক্ত করা হয়। স্নাতক বা সমমমানের ডিগ্রি সম্পন্ন শিক্ষকদের বেতন উন্নীত করণের জন্য আইবাস ++ দপ্তরকে পত্র দেয়া হয়েছে। এর পরও মাঠ পর্যায়ের উপজেলা শিক্ষা অফিস থেকে শিক্ষকদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ করা হয়নি।

নির্দেশনায় আরও বলা হয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যাবলী সম্পন্ন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ) বরাবর হার্ড কপি পাঠাতে হবে। এটি আগামী ১০ মে’র মধ্যে সম্পন্ন করতে হবে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet