
নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ১০ এপ্রিল, ২০২১
নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত হেফাজত নেতা মামুনুল হকের পক্ষে পোস্ট দেওয়ায় আল আলাল নামে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
তিনি উপজেলার স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু।
বৃহস্পতিবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।
জানা গেছে, আলাল তার নিজের ফেসবুক আইডিতে মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দিলে বিষয়টি নজরে আসে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের। এরপর তাকে বহিষ্কার করা হয়।
নিউজপয়েন্ট সিলেট/আর