
নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ২৭ মার্চ, ২০২১
আগামীকাল রবিবার দেশব্যাপী হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। তবে এই হরতালের মধ্যেও ঢাকা শহর ও শহরতলী এবং আন্ত:জেলা রুটে বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি।
শনিবার (২৭ মার্চ) সংগঠনের কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। সভা শেষে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আমরা পরিবহন ব্যবসায়ী। হরতালে গাড়ির চাকা বন্ধ রেখে আমরা আমাদের লোকসান করতে চাই না।
সভায় ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।