
নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
সাহিত্য ডেস্কঃ নিউজ পয়েন্ট সিলেটে প্রকাশিত কবি বদিউজ্জামান বাবুল এর লেখা কবিতা।
হৃদয় ভাঙ্গার ঢেউ
বদিউজ্জামান বাবুল
…………………………
তোমার থেকে থাকতে বলো দুরে
আবার কেন তাকাও ঘুরে ঘুরে?
দৃষ্টি তোমার বাড়ায় বুকের জ্বালা
যতই তুমি করো অবহেলা।
যতই তুমি থাকতে বলো দুরে
আমার হৃদয় বলে একই সুরে
ভালোবাসি তোমায় অহর্নিশ
ভালোবাসো নয় তুলে দাও বিষ।
আমায় ছেড়ে অন্য কারো বুকে
মুখ লুকাবে? থাকবে পরম সুখে
তেমন আমায় দেখতে যদি হয়
এক বুকেতে কত আঘাত সয়?
তার চেয়ে নয় হারিয়ে যাব দুরে
যেখান থেকে ফেরে নাতো কেউ
অনেক কষ্টে বলছি কথাগুলো
বুকের ভেতর হৃদয় ভাঙ্গার ঢেউ।