নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
জয়ন্ত গোস্বামী, নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের বাৎসরিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে এবং কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ (৮ জানুয়ারি) রোজ শুক্রবার রাজধানীর দয়াগঞ্জ জাতীয় শিব মন্দিরে সকাল ১০ ঘটিকা থেকে শুরু হওয়া দিনব্যাপী অনুষ্টিত হয় বাৎসরিক সাধারণ সভা।
সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব এড.গোবিন্দ চন্দ্র প্রামাণিকের সঞ্চালনায় এবং সভাপতি বিধান বিহারী গোস্বামী’র সভাপতিত্বে আয়োজিত সভায় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ,অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সারাদেশের সকল জেলা থেকে আগত হিন্দু মহাজোটের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন এবং সভায় নেতৃবৃন্দরা সাংগঠনিক বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য প্রদান করেন।
সভা শেষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় মহাসচিব এড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
সংগঠণের কেন্দ্রীয় সভাপতি এড.বিধান বিহারী গোস্বামী’র সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে বাৎসরিক সাধারণ সভার সমাপ্তি হয়।