নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ৩ মে, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ আগামীকাল মঙ্গলবার (৪ঠা মে) সারাদেশব্যপী একযোগে সকাল ৭ ঘটিকা থেকে ১০ ঘটিকা পর্যন্ত করোনা মহামারী থেকে বিশ্ববাসীর মুক্তি ও বিশ্বশান্তি কল্পে শ্রী শ্রী নারায়ন পূজা ও শান্তি মন্ত্র জপ করা হবে।
জানা যায়, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামী ও মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক এর আহবানে সারাদেশব্যাপী একযোগে আগামীকাল মঙ্গলবার সকাল ৭ ঘটিকা থেকে সকাল ১০ ঘটিকার মধ্যে নিজ নিজ বাসগৃহে/দেবগৃহে নারায়ন পূজা এবং শান্তি মন্ত্র পাঠ করার নিমিত্তে সকল সনাতন ধর্মাবলম্বীদেরকে বিনীত অনুরোধ করা হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক বিপ্লব মিত্র এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।