
নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ১৮ মে, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের অঙ্গসহযোহী সংগঠণ হিন্দু ছাত্র মহাজোট হবিগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে আজ মঙ্গলবার (১৮ মে) দুপুর ২ ঘটিকার সময় হবিগঞ্জস্থ শ্রী শ্রী শনি মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অদ্বৈত দেব এর সভাপতিত্বে ও পংকজ সরকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট সিলেট বিভাগীয় প্রধান সমন্বয়কারী অপু চক্রবর্তী।
কমিট গঠণ উপলক্ষে এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুজন চন্দ্র দাস, ইন্দ্রজিৎ শীল, লিমন সূত্রধর, নয়নমণি দাস, পংকজ সরকার, উজ্জ্বল দাশ, জীবন পাল, রাজচন্দ্র সরকার, মাধূর্য শৈলেন, সম্পদ রায়, বিমল চন্দ্র দাস, দেবশীষ দাস, অভি পাল, প্রসেন সরকার, বিষ্ণু সরকার, বিশাল কৈরী, চয়ন দাশ, সব্যসাচী দাশ গুপ্ত রনি, পিন্টু দাশ, মৌমিতা দত্ত, ইতি দেবনাথ, প্রীতি সরকার, রাসু চৌধুরী, আনন্দ দাশ, সুভাষ দাস, ধ্রুব দাশ, সনজিব দেব সজীব, রাজিব দাশ, রুমন সূত্রধর, তুষার দত্ত, অন্তর দাশ, দিপ্ত দাশ, সানি দাশ, সঞ্জয় দেব, দেবাশীষ চক্রবর্তী, অসীম সরকার, রনি শীল, সাগর চন্দ্র সরকার, নিউটন দাস, অক্ষুর চৌধুরী, বিশ্বজিৎ দাস, সূর্যকান্ত দাস, জয় রতন দাস, রাহুল, ইন্দ্রজিত দাশ, সজল কৃষ্ণ দাশ, মুকুল দেব, যুবরাজ চন্দ্র দে, সৌরভ রায়, হৃদয় দাস, হৃদয় পাল, সজল সরকার, রনি রঞ্জন দাস, জয় বনিক, নয়ন শীল, সজল দেবনাথ, অভয় রায়, প্রাণতোষ দেব, উদয় দাস, কর্নজিৎ বিশ্বাস, প্রিতম দেব, মিল্টন দেবনাথ, গোপীকান্ত সরকার, জুয়েল দাশ, রাজিব সূত্রধর, পলাশ দাস, সনজিব দাস গুপ্ত, শায়ন মুন্ডা, রুবেল দাস, প্রদিপ রায়, দিপংকর দেব, অলক কুমার দেব, নিলেশ বৈঞ্চব, পাপ্পু পাল, অসিম গোস্বামী, বিষ্ণু পাল, দিপন সূত্রধর, দুলাল সূত্রধর, দিপংকর শীল দিপু, সুমন দেব, রাজেশ শীল, উজ্জ্বল রায়, প্রবির কৈরি, সৌমিক সরকার, সাগর সরকার, গৌতম জানপতি, জিৎ চৌধুরী, জনি রায়, মাহীম দাস, নিতু দেব, সোহাগ চৌধুরী, পল্লব মোদক, দীপ রায়, অনিক দাস, অলক আচার্য, দেবু দাশ সূত্রধর, সুব্রত দেব, সৌরভ চক্রবর্তী, রাজু চন্দ্র শীল, দিপংকর দাশ, রাজমোহন সরকার, নিরব সূত্রধর, সৌরভ বিশ্বাস প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে অদ্বৈত দেব কে সভাপতি ও পংকজ সরকার কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।