
নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
প্রভাষ কুমার শর্ম্মা,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
শুক্রবার (২৭ শে নভেম্বর বিকেল তিন ঘটিকায় সুনামগঞ্জ জেলা শহরের নতুনপাড়াস্থ শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ( উত্তম জলযোগের সত্ত্বাধিকারী ) শ্রীযুক্ত গোবিন্দ চন্দ্র পাল মহোদয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুবমহাজোট কেন্দ্রীয় কমিটির সাবেক সিলেট বিভাগীয় প্রচার সম্পাদক শ্রীযুক্ত প্রভাষ কুমার শর্ম্মা, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সমন্বয় কারী শ্রীযুক্ত অপু চক্রবর্তী।
আরোও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি শ্রীযুক্ত শোভন দেব। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শ্রীযুক্ত শৈলেন সূত্রধর।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এবং সুনামগঞ্জ জেলা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী শ্রী মনি কাঞ্চন দাস। এ সময়ে উপস্থিত ছিলেন
শ্রীযুক্ত কাঞ্চন পাল, শ্রীযুক্ত বিলাশ পাল, শ্রীযুক্ত রিটু তালুকদার, শ্রীযু্ক্ত পন্টি দাস পুলক, শ্রীযুক্ত মিন্টু সূত্রধর, শ্রীযুক্ত ঝুমন দাশ আপন, শ্রীযুক্ত সৌরভ ঘোষ সাগর, শ্রীযুক্ত জীবন কান্তি দাস।
সভায় শ্রী জনি বনিক’কে আহ্বায়ক এবং গকুল দাস’কে সদস্য সচিব মনোনীত করে ৩১ সদস্য বৈশিষ্ট্য বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। উক্ত আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, (সর্ব শ্রী) রিপন সরকার, সজীব পাল, অর্ণব দাস, আকাশ আচার্য্য, প্রান্ত পাল, প্রশান্ত বর্মন, ছোটন বর্মণ, সুজন বনিক, জনি বনিক, রিংকু বনিক, নারায়ণ দাস, পিংকু দাস, নিতাই দাস, পিংকর দাস, রুপক দাস, মুন্না তালকুদার, জীবন দাস, গোবিন্দ দাস, পাপ্পু দাস, সুব্রত দাস, শাওন সরকার, বিপ্লব চন্দ্র, কৌশিক তালুকদার, রজত দাস, বিপ্রেশ তালুকদার এবং বাপ্পা দেব।