নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
বড়লেখা উপজেলা প্রতিনিধি’ মোঃ আব্দুল মুকিতঃ মৌলভীবাজারের বড়লেখায় গ্রামতলা তরুন ফুটবল ক্লাবের উদ্যোগে হাবিবুর রহমান মিডিয়ামবার ২০২০-২০২১ইং ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে ফাইনের খেলা জলটুপ স্পোর্টস একাডেমী ও অফিসবাজার ফুটবল ক্লাব দুটিই দল মোকাবেলা করে নিধারিত সময়ে কোনো দল গৌড় না দিতে পেরে শূন্য থাকার কারনে টাইব্রেকারে জলটুপ স্পোর্টস একাডেমী তিন গৌড় শূন্য জয়লাভ করে। খেলা শেষে পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে ইউপি সদস্য বেলাল আহমেদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সুয়েব আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইর্সচেয়ারম্যান রাহেলা বেগম হাছনা,দক্ষিন শাহবাজপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহাব উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আব্দুল আহাদ,সাবেক চেয়ারম্যান নায়িদ আহমেদ বাবলু,বাংলাদেশ কোয়াব বড়লেখার শাখার সভাপতি ছালেহ্ আহমদ জুয়েল প্রমুখ।