
নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ১৯ জুলাই, ২০২১
সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থনে বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জুলাই) উপজেলার এম এ খান জনমিলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমেদ কয়েছ, শিক্ষাবিদ মোঃ রফিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পিযুষ কান্তি দে, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, সাংগঠনিক সম্পাদক রওনক আহমদ, প্রচার সম্পাদক মশিউর রহমান এহিয়া, কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান , উপজেলা নেতৃবৃন্দ এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।