
নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব চুনু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে আজ।
মঙ্গলবার ( ২৩ ফেব্রুয়ারি) দুপুর ২ ঘটিকার সময় রেবতীরমণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে বর্ষীয়ান রাজনীতিক,সাবেক চেয়ারম্যান,বিশিষ্ট শালীসি ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব চুনু মিয়া এর নামাজে জানাজা সম্পন্ন হয় এবং পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন করা হয়।
এর আগে নিজ বাড়িতে এবং স্কুল মাঠে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। মরহুমের কফিনে পাশে সিলেট জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোর ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্হিত হয়ে রূহের মাগফেরাত কামনা করেন।