1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

হাজারো মানুষের অশ্রুজলে চিরনিদ্রায় শায়িত হলেন বদরুজ্জামান স্যার


নিউজ পয়েন্ট প্রতিবেদকঃ দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের জাফরাবাদ নিবাসী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুজ্জামান স্যারের দাফন সম্পন্ন হয়েছে আজ।

শুক্রবার ( ১৩ নভেম্বর) দুপর ২ ঘটিকার সময় জাফরাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্টিত হয় এবং তাহার নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

কাজী বদরুজ্জামান স্যারের জানাযায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৮:৪০ ঘটিকার সময় তিনি বার্ধক্যজনিত কারনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, মরহুম কাজী বদরুজ্জামান স্যারের বর্ণাঢ্য জীবনে তিনি ঝাজর-নরশিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, লতিফিয়া ইসলামী পাঠাগার এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা, আনজুমানে আল ইসলাহ লালাবাজার ইউনিয়ন এর সাবেক সহ-সভাপতি, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট জাফরাবাদ জামে মসজিদের নাজিম,
হযরত মীর মহিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কালির গাঁও ঈদগাহ ইমাম সহ আরোও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet