1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

হাঙ্গেরিকে করোনা টিকা দেবে বাংলাদেশ, চেয়েছে বলিভিয়াও


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশের কাছে করোনাভাইরাসের পাঁচ হাজার ডোজ ভ্যাকসিন চেয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি। এ ছাড়া, দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও বাংলাদেশের কাছে ভ্যাকসিন চেয়েছে।

আজ রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ কথা জানিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাঙ্গেরি আমাদের কাছে পাঁচ হাজার টিকা চেয়েছে। আমাদের যে স্টক আছে, সেখান থেকে আমরা দেবো। বলিভিয়াও আমাদের কাছে টিকা চেয়েছে. সে বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

ভ্যাকসিন নিয়ে রটনার বিরুদ্ধে ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন আছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করছি, বিএনপি-জামায়াতের নেতাদের বিরুদ্ধে যাতে এই আইন প্রয়োগ করা হয়। তারা ভ্যাকসিন নিয়ে কী রকম রটনা করছে।’

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet