1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ২৭ মার্চ, ২০২১

হরতাল প্রতিহতের ঘোষণা সিলেট আ’লীগের


নিউজ পয়েন্ট ডেস্কঃ উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠী হেফাজতে ইসলামের তথাকথিত হরতাল ও সহিংস কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়েছে সিলেট জেলা আওয়ামীলীগ। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সিলেট জেলা আওয়ামীলীগ এ ঘোষণা দিয়েছে।

এক বার্তায়, সিলেট জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মী ও সমর্থকদের ২৮ মার্চ রবিবার সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো: লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান।

সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন এক বার্তায় এ তথ্যটি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রোববার ২৮ মার্চ উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠী হেফাজতে ইসলামের তথাকথিত হরতাল ও সহিংস কর্মসূচির ব্যাপারে সারাদেশে আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকদের সতর্ক ও ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের জন্য কেন্দ্রিয় আওয়ামী লীগ সাংগঠনিক নির্দশেনা প্রদান করছে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet