নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
হবিগঞ্জ থেকে বিরল প্রজাতির ২টি তক্ষক উদ্ধার করেছে র্যাব-৯’র সদস্যরা।
শনিবার (১৭ এপ্রিল) ও রোববার (১৮ এপ্রিল) এই তক্ষক ২টি চুনারুঘাট ও মাধবপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।
র্যাব জানায়, শনিবার রাতে ও রোববার দুপুর সোয়া ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে চুনারুঘাট থানার ৩নং দেওরগাছ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দেওরগাছ গ্রামের হবিগঞ্জ পল্লি বিদ্যুৎ এর সাব স্টেশনের সামনে ও চুনারুঘাট থানার ৭নং উবাহাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নতুন ব্রিজ গোল চত্তরের সামনে থেকে ২টি বিরল প্রজাতির বন্য প্রাণী তক্ষক উদ্ধার করে র্যাব।
উদ্ধারকৃত আলামত হবিগঞ্জ জেলার বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, হবিগঞ্জ অফিসে জিডি মুলে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসবি ওবাইন জানিয়েছেন।
নিউজপয়েন্ট/জেআর ১২২০