
নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ ১৩ নভেম্বর ২০২২ রুজ রবিবার সিলেটের নকল মার্কেট নামে পরিচিত হকার্স মার্কেট এবং কালীঘাটে ভোক্তা অধিদপ্তর এর সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ এবং RAB-09 এর একটি যৌথ অভিযান পরিচালিত হয়।
এ সময় ভোক্তা অধিদপ্তর ২টি বাজারে নকল ব্যন্ডরোলযুক্ত বিড়ি, মেয়াদোত্তীর্ণ পন্য, রং মিশ্রিত মসলা সহ বিভিন্ন ধরনের অবৈধ পন্য জব্দ এবং ধ্বংস করেন।
২টি বাজারে মোট ৪৫০০০/- টাকা নগদ অর্থদন্ড আদায় করা হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয় যদি ভবিষ্যতে এই রকম নকল/অবৈধ পন্যের ব্যবসা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উক্ত অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর এর সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ এবং RAB-09 সিলেট এর একটি চৌকস টিম।