নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
নিউজ পয়েন্ট প্রতিবেদকঃ দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়নের পুরাণগাও ( তালুকদার বাড়ি) নিবাসী, কামালবাজার ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আজ বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যা ৭ ঘটিকার সময়, তেলিবাজার টু তেমুখী বাইপাস রোডে মোটরসাইকেল এক্সিডেন্টে মৃত্যুবরণ করেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বায়োজিদ আহমদ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বায়েজিদের চাচাতো বোন সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তার লাশ আনতে গিয়েছিলেন পরিবারের কয়েকজন সদস্য।
তারা যখন অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে ফিরছিলেন, বায়েজিদ তখন নিজের মোটরসাইকেল নিয়ে তাদের সঙ্গী হয়েছিলেন।
কিন্তু চাচাতো বোনের লাশ নিয়ে আর বাড়ি ফেরা হয়নি তার।
পথিমধ্যে দক্ষিণ সুরমার হাজরাই নামক স্থানে হাইওয়ে রোডের পাশের ছোট সড়কে তার মোটরসাইকেলকে চাপা দেয় একটি ট্রাক। মুহুর্তে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। সেই সাথে ছিন্নভিন্ন হয়ে পড়ে বায়েজিদের শরীর। এমনকি ট্রাক ও মোটরসাইকেলে তার মগজ পর্যন্ত লেগে থাকার দৃশ্য দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা ঘাতক ট্রাক, ড্রাইভার ও চালককে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম। তিনি জানান, তারা একজনকে আটক করে থানায় নিয়েছেন। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জানা গেছে, নিহত বায়েজিদ আহমদ যুবলীগের রাজনীতির সাথে জড়িত। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এক হৃদয়বিধারক দৃশ্যের অবতারণা হয়। লোকজন কাঁদতে কাঁদতে দায়ী ট্রাকচালকের ফাঁসি দাবি করেন। ট্রাকটি লাফার্জ সিমেন্টের স্থানীয় ডিপোর মালামাল বহন করছিল বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।