1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

সড়ক দুর্ঘটনায় আহত হলেন নোবেল


সড়ক দুর্ঘটনায় আহত হলেন টেলিভিশনের রিয়েলিটি শো থেকে আলোচনায় আসা সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বেলা সাড়ে এগারোটার দিকে নোবেল নিজেই এটি জানান। তিনি লেখেন, এক বয়স্ক লোক অসতর্ক ভাবে রাস্তা পার হচ্ছিলো। তাঁকে বাঁচাতে গিয়ে আমার মাথার তালুতে ১২টা, বাম পাশের ভ্রু-তে ১৮টা, মোট ৩০ টা সেলাই পড়েছে। তবুও মনে তৃপ্তি অনুভব করছি কারন লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্। এর আগে মধ্য রাতে নিজের ফেসবুকে একটি সেলফি প্রকাশ করেন নোবেল। ছবিতে নোবেলের গায়ে রোগীদের পোশাক দেখা যাচ্ছে।

এক চোখ পুরোটা ব্যান্ডেজ করা। হাতে রয়েছে টাকার বান্ডেল। ছবির ক্যাপশনে নোবেল লেখেন, আসসালামু আলাইকুম। শুভ রাত্রি। সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছেন। রাস্তাটির জন্য দোয়া করবেন। ছবির কমেন্টে অনেকে জানতে চান, নোবেল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কিনা। কোন হাসপাতালেই বা ভর্তি রয়েছেন তিনি। কিন্তু নোবেল এসব প্রশ্নের কোনো উত্তর দেননি।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet