1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ২৭ মার্চ, ২০২১

সড়কের পাশে পড়েছিল বিশ্বনাথের ছাত্রলীগ নেতা তাজগীরের মরদেহ


বিশ্বনাথ প্রতিনিধি:: মুখ থেঁতলানো অবস্থায় সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক থেকে তাজগীর আহমদ (২৩) নামে এক ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের দক্ষিণ সুরমাস্থ মোল্লারগাঁও এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাজগীর আহমদ (২৩) বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বিশ্বনাথ থানার কেশবপুর গৌরিশঙ্কর গ্রামের মকবুল আহমদের ছেলে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় মরদেহের পাশ থেকে দুমড়ানো-মুচড়ানো অবস্থায় একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। উদ্ধার করা মোটরসাইকেলটির নম্বর সিলেট হ-১৪-১৬৭৬।

বি এম আশরাফ উল্যাহ তাহের বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে পড়ে মারা গেছেন। মরদেহের মুখ থেঁতলে গেছে। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দ করা হয়েছে।’

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet