
নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ২১ এপ্রিল, ২০২১
স্বাস্থ্যবিধি মেনে আগামী সোমবার (২৬ এপ্রিল) থেকে সিলেটসহ সারা দেশের সব দোকান ও শপিংমল খুলে দেয়া হতে পারে বলে আশা করছে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন। মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যার পর তিনি গণমাধ্যমের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন।
কীসের ভিত্তিতে দোকান ও শপিংমল খুলে দেয়ার আশা করছেন জানতে চাইলে হেলাল উদ্দিন বলেন, আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী আমাদের কথা শুনেছেন।
তিনি বলেন, গতবছর আমরা পহেলা বৈশাখ ও রোজায় ব্যবসা করতে পারিনি। আমাদের লাখ লাখ ব্যবসায়ী লোকসানের মুখে পড়েছেন। এবার রোজার ব্যবসা করতে না পারলে লক্ষাধিক ব্যবসায়ী পথে বসবেন। তাই আমরা আশাকরছি জনদরদী প্রধানমন্ত্রী আমাদের দাবি সুবিবেচনা করবেন।
প্রধানমন্ত্রী আপনাদের কোনো আশ্বাস দিয়েছেন? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, না। প্রধানমন্ত্রী আমাদের কথা শুনেছেন। আমরা যেহেতু প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরেছি, তাই আশাকরি তিনি আমাদের দাবি বিবেচনা করবেন। এর আগেও প্রধানমন্ত্রী আমাদের অনেক দাবি মেনে নিয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের দাবি মেনে সোমবার থেকে দোকান ও শপিংমল খুলে দেয়া হলে আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করব।