নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ সিলেটের অরাজনৈতিক সেচ্চাসেবী সামাজিক সংগঠন “স্বাধীন ধারা সিলেট” এর উদ্যোগে নগরীতে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর তালতলায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর।
সংগঠনের সভাপতি আব্দুল মুমিন লাহিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি নওশাদ আহমেদ, মামুন আহমদ, সেলিম আহমদ,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইমন তালুকদার, সাংগঠনিক সম্পাদ আক্তার মিয়া, সহ- সাংগঠনিক সম্পাদক আকাশ তালুকদার, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সমাজ সেবা সম্পাদক শিব্বির আহমদ, পরিবেশ সম্পাদক সাহেল আহমদ পাপলু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল মালেক, কার্য নির্বাহী সদস্য আবুল কালাম সানা, এম.এ. তামিম সিদ্দিকী, সদস্য, আরিফ খন্দকার আজিম, আমিনুর রহমান সাদী, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রনেতা অনিক দেবনাথ প্রমুখ।
বক্তারা বলেন, সৃষ্টির সেবার মধ্য দিয়ে স্রষ্টার নৈকট্য লাভ করা যায়। ব্যাক্তি সংগঠন সবার নৈতিক সামাজিক দায়িত্ব দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। তবেই শীতার্তরা শীত নিবারণ করতে পারবে।।