1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ২১ এপ্রিল, ২০২১

স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও করে টাকা ও স্বার্ণালংকার আদায়


চুয়াডাঙ্গা সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এমনকি সে দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়ানোর হুমকি দিয়ে অর্থ ও স্বর্ণালংকার আদায়ের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। উপজেলার মহিলা কলেজপাড়ার এ ঘটনা ঘটেছে।

পরে গত সোমবার জোবায়ের হোসেন জীম (১৮) নামে ওই তরুণসহ তার পাঁচ সহযোগীকে আটক করে পুলিশ। ওইদিন রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর বাবা। আটক হওয়া পাঁচজনের সবাই কিশোর।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, প্রায় আট মাস আগে ফেসবুকে স্কুলপড়ুয়া কিশোরীর সঙ্গে জীমের বন্ধুত্ব গড়ে ওঠে। এর সূত্র ধরে গত ২৫ মার্চ জীমসহ আরও কয়েকজন তাকে মহিলা কলেজপাড়ার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে জীম। এতে তাকে সহযোগিতা করে ওই পাঁচ কিশোর।

এরপর থেকেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রীর নিকট থেকে থেকে ১৬ হাজার টাকা ও স্বর্ণালংকার আদায় করে চক্রটি। সবশেষ সোমবার আবারও ২৫ হাজার টাকা দাবি করে অভিযুক্তরা। কোনো উপায় না দেখে পুরো বিষয়টি পরিবারকে জানায় স্কুলছাত্রী।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক তদন্তে এর সত্যতা মিলেছে। মেয়েটির বাবা বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মামলা করেছেন। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet