নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ২০ মার্চ, ২০২১
সুমনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুরের ঘটনার তদন্তের স্বার্থে সুনামগঞ্জে সকল ধরনের ধর্মীয় সভা, সমাবেশ সাময়িকভাবে স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।
শনিবার (২০ মার্চ) দুপুরে স্থানীয় ধর্মীয় নেতা ও আলেমদের সঙ্গে মতবিনিময়কালে এই আহ্বান করেন জেলা প্রশাসক মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এসময় আগামী সোমবার সুমনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ওয়াজ মাহফিল স্থগিত রাখাসহ হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে সমাবেশে উপস্থিত না করানোর জন্য ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এনামুল কবির ইমন ও স্থানীয় কয়েকজন আলেম নেতা।