নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ নিউজ পয়েন্ট সিলেট’র সাহিত্য কলামে প্রকাশিত ছড়াকার প্রশান্ত লিটন এর লেখা…..
#সোনার_বাংলা#
প্রশান্ত লিটন
শাপলা দেশের জাতীয় ফুল
জাতীয় কবি কাজি নজরুল
খেতে কতো মজা ইশ
জাতীয় মাছের নাম ইলিশ।
পাকে কিন্তু হয়না লাল
জাতীয় ফলের নাম কাঠাল
জাতীয় পশু নাম তার
রয়েল বেঙ্গল টাইগার।
হাটে মাটে ঘাটে দেখি
দোয়েল হলো জাতীয় পাখি
আমার সোনার বাংলা মাগো
আমি তোমায় ভালবাসি
মধুর মোদের জাতীয় সংগীত
সবার প্রানে বাজায় বাঁশি।