নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ৭ এপ্রিল, ২০২১
এখানে আছে ৫০টি বই। তিন মাস পর বই পরিবর্তন করা হয়। গতবছর বিসমিল্লাহ সেলুনে মাত্র ২০টি বই দিয়ে যাত্রা শুরু হয় সেলুন পাঠাগারটির। সেলুনের স্বত্বাধিকারী শাহজাদা বলেন, ‘বই পড়তে আমার খুব ভালো লাগে। আমার দোকান যত দিন থাকবে, এই পাঠাগারও তত দিন থাকবে।’