1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

সেরা সংগীতশিল্পীর পুরস্কার পেলেন মমতাজ


বিনোদন ডেস্কঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯-এ সেরা সংগীতশিল্পী হিসেবে মনোনীত হয়েছেন লোকসংগীত সম্রাজ্ঞী মমতাজ। তার সঙ্গে এ তালিকায় আছেন ফাতিমা তুয যোহরা ঐশীও। এছাড়া সেরা সংগীত পরিচালক হিসেবে ইমন চৌধুরী, সেরা গায়ক মৃণাল কান্তি দাস এ পুরস্কার পাচ্ছেন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট শিল্পী, কলা-কুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের ঘোষণা করা হয়।

এই তালিকায় সেরা গায়িকা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় মমতাজকে। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলা লোকসংগীতের জন্য তুমুল জনপ্রিয় মমতাজ বেগম। দুই দশকের বেশি তার পেশাদারী সংগীত জীবনে ৭০০টির বেশি একক অ্যালবাম প্রকাশ পায়।

প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে আব্দুর রশীদ সরকারের কাছে গান শেখেন এই জনপ্রিয় শিল্পী। সংগীত জগতের বাইরে রাজনীতির অঙ্গনেও সফল মমতাজ। তিনি ১০ম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ হতে মনোনীত সংসদ সদস্য।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet