1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ২০ জুলাই, ২০২২

সুরমা নন্দিনী’র নিয়মিত সাহিত্য সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:: আন্তর্জাতিক সাহিত্য সংগঠন নন্দিনী সাহিত্য ও পাঠচক্র সিলেট সুরমা নন্দিনী’র নিয়মিত সাহিত্য সভা ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান গত সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়।
নবগঠিত সুরমা নন্দিনী’র সভাপতি এডভোকেট কবি আবদুল মুকিত অপি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মাসুদা সিদ্দিকা রুহি’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুরমা নন্দিনী’র সাবেক সভাপতি নতুন কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট গল্পকার ও শিশু সংগঠক জামান মাহবুব, উপদেষ্টা সদস্য বিশিষ্ট সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল, সহ সভাপতি কবি ইছমাত হানিফা। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, সাংগঠনিক সম্পাদক এম আলী হোসাইন, সাহিত্য সম্পাদক সাদিকুর রহমান, প্রচার সম্পাদক কবি কামাল আহমদ, কার্যকরি সদস্য শামীমা আক্তার ঝিনু, সেনুয়ারারা আক্তার চিন,ু, কবি মিজান মোহাম্মদ। সভার শুরুতে নতুন কমিটির উপস্থিত সদস্যদের একে অন্যকে ফুল দিয়ে বরণ করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহ সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, সদস্য- সুরাইয়া পারভীন লিলি, অনিতা রানী দাশ, রাহনুমা শাব্বীর, এমরান ফয়ছল, তাহমিন ইসলাম তমা, রিপন আহমদ, ফাহিম মুন্তাছির, সাইফান রাহিম, সারাহ সানজিদা প্রমুখ। বিদায়ী সভাপতি গল্পকার জামান মাহবুব তাঁর বক্তব্যে বলেন- সবাই নিরলস ভাবে একে অন্যের আন্তরিক সহযোগিতায় কাজ করতে হবে। অতীতে যেভাবে সুরমা নন্দিনী’র প্রতিটি কর্মসূচী পালন করেছে নতুন কমিটি সেই কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবে আশা করি। তিনি নতুন কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet