নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
র্যাব জানায়, গতকাল (২৮ এপ্রিল) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক সদর থানার ধারাগাও এলাকার মো. জামাল উদ্দিনের হোটেলের সামনে থেকে ৪২০ পিস ইয়াবাসহ তাদেরকে আকট করে।
আটককৃতরা হলেন, সিলেটের জকিগঞ্জ থানার আইওর এলাকার মো. মতোসিন আলির ছেলে মো.আজির উদ্দিন(৩২), ও শাহপরান থানার দোলাইপাড়া এলাকার মো.আব্দুল মালেকের ছেলে মো. বাসেদ আহম্মদ (৪০)।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।
নিউজপয়েন্ট/ সুঃ গঃ ৮৬