
নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
ব্যস্ততম নগরী সিলেটে গুরুত্বপূর্ণ সড়ক এখন ফাঁকা। নগরীজুড়ে সুনসান নীরবতা। মার্কেট, বিপণী বিতান, শপিংমল বন্ধ। শুধুমাত্র গুটিকয়েক প্রয়োজনীয় দোকানপাট খোলা, তবুও ক্রেতাশূন্য। কিছু রিকশা ও ইজিবাইক চলছে।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবে যেন থমকে গেছে গোটা শহর। করোনা ভাইরাস মানুষের স্বস্তি প্রায় কেড়ে নিয়েছে।
বিষণ্ন মন নিয়ে গৃহবন্দি হয়ে পড়েছেন মানুষ। সিলেটে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। করোনা প্রতিরোধে সরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। যার মধ্যে জনসমাগম এড়াতে সাধারণ মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া, হাত ধোয়া ও নিয়মিত পরিষ্কার থাকার পাশাপাশি বিদেশফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টিনে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন থেকে।
বুধবার (১৪ এপ্রিল) লকডাউনের ১ম দিনে হার্ডলাইনে ছিল পুলিশ। প্রতিটি পয়েন্টে পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে চেক করছেন। বিনা প্রয়োজনে বাহিরে গেলেও জরিমানা করছেন। আজ বৃহস্পতিবারও সকাল থেকে পুলিশের অবস্থান রয়েছে। যার ফলে রাস্তাঘাট একদম জনশূণ্য হয়ে পড়েছে।
বলা যায়, করোনা আতঙ্কে ফাঁকা হয়ে যাচ্ছে বিভাগীয় নগরী সিলেট।