
নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ৩১ মে, ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ করোনার কারণে আটকে থাকা সিলেট-৩, লক্ষ্মীপুর-২, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে উপনির্বাচন জুলাইয়ে অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশনের বৈঠক ২ জুন অনুষ্ঠিত হবে এবং ওই বৈঠকে এসব তারিখ ঠিক করা হবে বলে নির্বাচন কমিশনের গত বৈঠকে বলা হয়।
নির্বাচন অনুষ্ঠিত হবে চারটি সংসদীয় আসনে, তবে এই চার আসনের মধ্যে সবচেয়ে আলোচিত আসনটি হচ্ছে সিলেট ০৩ আসন।
সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী বিগত ১১ মার্চ মৃত্যুবরণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল।
মাহমুদ উস সামাদ চৌধুরী’র মৃত্যর পর থেকে আসন টি নিয়ে ক্ষমতাসীন দলের মনোনয়ন পাবার জন্য নেতাকর্মীদের দৌড়ঝাপ, প্রচার, প্রচারণা শুরু হয়ে গেছিলো এবং চলছে।
ক্ষমতাসীন দল হওয়ায় এসব আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে অবশ্য একইসঙ্গে তৎপর আছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও। তাই মনোনয়নপ্রত্যাশীরা নির্বাচনী এলাকায় প্রচারণার পাশাপাশি দলের প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতাদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছেন। প্রয়াত সংসদ সদস্যদের স্ত্রীও বসে নেই।
মনোনয়নের দৌড়ে বর্তমানে তালিকায় প্রথম দিকে রয়েছেন প্রয়াত এম.পি মাহমুদ উস সামাদ চৌধুরী’র সহধর্মিণী ফারজানা সামাদ চৌধুরী।
উপ-নির্বাচন প্রসঙ্গে ফারজানা চৌধুরী বলেন, ‘ইনশাআল্লাহ, আমি মনোনয়ন চাইব। আমি রোজার মাসে এলাকায় গিয়েছিলাম। লোকজন এসে আমাকে খুব ধরছে, এই আসন থেকে আমি যেন দাঁড়াই (প্রার্থী হই)। তারা বলছেন, আমাদের মাথার ছায়া চলে গেছেন, আপনি আছেন, নির্বাচন করেন। আমারও ইচ্ছে, যেহেতু আমার স্বামীর অনেক অসমাপ্ত কাজ রয়েছে। যদি নেত্রী আমাকে মনোনয়ন দেন, আল্লাহর হুকুম হলে এই কাজগুলো ঠিকভাবে সম্পন্ন করতে পারি। সেজন্য মনোনয়ন চাচ্ছি।’
মাহমুদ উস সামাদ চৌধুরীর কী কী অসম্পূর্ণ কাজ রয়েছে- এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক জিনিস আছে যার কিছুটা করা হয়েছে, কিছুটা বাকি আছে। এরকম যেগুলো রয়েছে সেগুলো।’
জীবিত থাকতে মাহমুদ উস সামাদ চৌধুরী আপনাকে রাজনীতিতে নিয়ে আসতে চেয়েছিছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, বিয়ের পর থেকে তার রাজনীতির সঙ্গেই আমি ছিলাম। প্রতিটি নির্বাচনে সব ধরনের সহযোগিতা করেছি। নির্বাচনের সময় ভোটের জন্য আমি নিজেও মানুষের দ্বারে দ্বারে গিয়েছিলাম। উনি থাকতে আমি রাজনীতি করব- এই ধরনের চিন্তা করি নাই। আল্লাহর হুকুমে উনি চলে গেছেন। আবার আমাকে জনগণ চাচ্ছে। সেজন্য আমি মনোনয়ন চাচ্ছি। কেউ যদি মনে করেন যে, আমি রাজনীতিতে জড়িত ছিলাম না- এটা কোনো কথা নয়। আমি উনার ব্যবসায়িক ও রাজনৈতিক জীবনে ওৎপ্রোতভাবে জড়িত ছিলাম।’