
সৈয়দ সিরাজুল ইসলাম হাসান
শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
সিলেট-০৩ আসনে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের ১০ জন মনোনয়ন প্রত্যাশী শেষ মুহুর্তের দৌড়ঝাঁপে রয়েছেন ।তবে মাঠ পর্যায়ে বেশ গুঞ্জন রয়েছে শেষ মুহুর্তের সুখবরে আসতে পারে ডাঃ দুলাল অথবা এম.পি হাবিবেরই নাম।
বৃহস্পতিবার থেকে দলীয় মনোনয়ন ফরম যাচাই-বাছাই শুরু করেছে আওয়ামী লীগ। দুই বিভাগের দলীয় প্রার্থী ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার ও শনিবারও প্রার্থী যাচাই-বাছাই চলবে। শনিবার ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে। আর সেদিনই সিলেট বিভাগের সবকটি আসনের প্রার্থীদের ভাগ্য জানা যাবে বলে দলীয় সূত্রে জানা যায়। অবসান হবে সব জল্পনা-কল্পনার। দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কেউ এক মুহূর্ত আগেও আশা ছাড়তে নারাজ।
দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে সিলেট-৩ এই সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ১০ জন নেতা। ক্ষমতাসীন এ দলের ১০ জন দলীয় মনোনয়ন পেতে সংগ্রহ করেন মনোনয়ন ফরম। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মনির হোসাইন, ড. মিসবাউর রহমান, অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হুমায়ূন আহমদ, মো. মতিউর রহমান, শামীম ইকবাল।