1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন

প্রভাষ কুমার শর্মা

সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

সিলেট সহ দেশবাসীকে হিন্দু মহাজোট সিলেট পরিবারের শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা


নিউজ পয়েন্ট ডেস্ক:: হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সিলেট সহ দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী ( দায়িত্বপ্রাপ্ত সিলেট বিভাগ) ও সিলেট জেলা শাখার সভাপতি এড. মিলন ভট্টাচার্য এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজীব দাস।

এক শুভেচ্ছা বার্তায় উনারা বলেন, যুগ যুগ ধরে ঐতিহ্যবাহী সিলেটে যে সম্প্রীতির বন্ধন রয়েছে তা বজায় রেখে অসুর শক্তির বিনাশের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে সিলেট সহ সারাদেশে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন।

এছাড়াও নেতৃবৃন্দরা দূর্গাপূজায় হিন্দু সম্প্রদায় নাগরিকবৃন্দকে দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করার আহবান জানান এবং এই বছর করোনা আবহের মধ্যে দূর্গাপূজা অনেকটাই অন্যরকম বিধায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পূর্জায় অংশগ্রহণের জন্য বিশেষ অনুরোধ করেন ।

 উল্লেখ্য, এবারের দুর্গাপুজোর নির্ঘণ্ট

দেবীর আগমন : দেবী দুর্গার দোলায় আগমন। ফল – মড়ক।

ষষ্ঠী : ৪ কার্তিক (২১ অক্টোবর) দুপুর ২ টো ৪৫ মিনিট ১ সেকেন্ডে ষষ্ঠী পড়বে। ৫ কার্তিক (২২ অক্টোবর) দুপুর ১ টা ১২ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত ষষ্ঠী থাকবে।

সপ্তমী : ৫ কার্তিক (২২ অক্টোবর) দুপুর ১ টা ১২ মিনিট ১১ সেকেন্ডে সপ্তমী পড়বে। ছাড়বে ৬ কার্তিক (২৩ অক্টোবর) বেলা ১২ টা ৪ মিনিট ১৯ সেকেন্ডে।

অষ্টমী : ৬ কার্তিক (২৩ অক্টোবর) বেলা ১২ টা ৪ মিনিট ২০ সেকেন্ডে অষ্টমী পড়বে। থাকবে ৭ কার্তিক (২৪ অক্টোবর) সকাল ১১ টা ২২ মিনিট ৪১ সেকেন্ড পর্যন্ত।

সন্ধিপুজো : সন্ধিপুজো শুরু হবে ৭ কার্তিক (২৪ অক্টোবর) সকাল ১০ টা ৫৮ মিনিট ৪১ সেকেন্ডে। শেষ হবে সকাল ১১ টা ৪৬ মিনিট ৪১ সেকেন্ডে।

নবমী : নবমী পড়বে ৭ কার্তিক (২৪ অক্টোবর) সকাল ১১ টা ২২ মিনিট ৪২ সেকেন্ডে। ছাড়বে ৮ কার্তিক (২৫ অক্টোবর) সকাল ১১ টা ১১ মিনিট ১৫ সেকেন্ডে পর্যন্ত।

দশমী : ৮ কার্তিক (২৫ অক্টোবর) সকাল ১১ টা ১১ মিনিট ১৬ সেকেন্ডে দশমী পড়বে। থাকবে ৯ কার্তিক (২৬ অক্টোবর) সকাল ১১ টা ৩০ মিনিট ৯ সেকেন্ড পর্যন্ত।

দেবীর গমন : দেবী দুর্গার গজে গমন। ফল – শস্যপূর্ণ বসুন্ধরা।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet