
নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ সিলেট জেলার আওতাধিন সদর উপজেলা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য মনোনীত হওয়ায়, সিলেট জেলা প্রযুক্তি দলের আহবায়ক শামছু উদ্দীন কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এম.এ.হাসান সুমন সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন সিয়াম ও সিলেট জেলা প্রযুক্তি দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ছালিক মিয়া সদস্য সচিব মিজানুর রহমান চৌধুরী।
উনারা এক অভিনন্দন বার্তায় বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে সিলেট সদর উপজেলায় তৃণমূল পর্যায়ে বিএনপি’র কার্যক্রম আরো গতিশীল হবে।
সদর উপজেলায় শামছু উদ্দীনের মতো দায়িত্বশীল নেতাকে সদস্য মনোনীত করায় কেন্দ্রীয় যুবদল ও সিলেট জেলা যুবদল কে উনারা ধন্যবাদ জানান।
উক্ত কমিটি সর্বত্র বিএনপির কার্যক্রমকে আরো বেগবান করে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নেতৃবৃন্দ আন্তরিকতার সাথে কাজ করবে। গণতন্ত্র পুনঃরুদ্ধারে বর্তমান কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।