নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
নিউজ পয়েন্ট প্রতিবেদক:: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শাখা-০৯ (আদালত) কর্তৃক শ্রম আদালতের বিচার কার্য-পরিচালনার জন্য সিলেট শ্রম আদালতের শ্রমিক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় শ্রমিকলীগের কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন।
বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিগত ৬ অক্টোবর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এবং ১৮ অক্টোবর ২০২০ইং শ্রমিক প্রতিনিধির প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ২১৪(৭) এ প্রদত্ত ক্ষমতা বলে এতদসংক্রান্ত বিদ্যমান সকল প্রজ্ঞাপন বাতিল ক্রমে নতুন এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. মহিদুর রহমান এই প্রজ্ঞাপন জারি করেন।