নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্ক:: বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের নব গঠিত উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আগামী ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও বেলা ১২টায় চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
উভয় কর্মসূচীতে সংশ্লিষ্ট সকল উপদেষ্টাগণকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও নব গঠিত উপদেষ্টা পরিষদের সিনিয়র উপদেষ্টা আলহাজ্ব সিরাজ বকস্ ও উপদেষ্টা সুভাষ চন্দ্র ঘোষ।