নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হল, সুনামগঞ্জ সদরের জগেষ দাসের ছেলে নিপেষ দাস (৪৮), কিশোরগঞ্জের নিকীল থানার গুরাদিয়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে মো. মহরম (৩২), শিমপুরবাজার এলাকার আব্দুর রেজেকের ছেলে মো. সৈকত আলী (১৯), গুরাদিয়া এলাকার মৃত নূর ইসলামের ছেলে সুজন মিয়া (১৯) এবং লক্ষীপুর সদরের গন্ডোপপুর এলাকার মৃত কালুমিয়ার ছেলে মো. আবুল কাশেম (৫৬)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় লাক্কাতুরা সাওতালপাড়া এলাকার সাবেক মেম্বার শীলারানীর বাড়ির সামনে অভিযান পরিচালনা কওে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।