1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৪৬ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ১২ অক্টোবর, ২০২০

সিলেট পাসপোর্ট অফিসের সামনে থেকে মোটরসাইকেল চুরির সময় একজন আটক


নিউজ পয়েন্ট প্রতিবেদক:: সিলেটের মোগলাবাজার থানাধীন আলমপুরস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে মোটরসাইকেল চুরি করার সময় একজনকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রোববার দুপুর পৌনে ২টার দিকে মোগলাবাজার থানাধীন আলমপুরস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে মো. আব্দুস সামাদ আজাদ নিজের ব্যবহৃত ১টি ডিসকভার মোটরসাইকেল (সিলেট-ল ১২-২৯৬২) তালাবদ্ধ করে পাসপোর্ট অফিসের ভেতরে যান পাসপোর্ট আনতে। এ সময় সংঘবদ্ধ চোর চক্র কৌশলে তালা ভেঙ্গে মোটরসাইকেলটি চুরি করে নিয়া যাওয়ার সময় স্থানীয় জনগণের সহায়তায় মোগলাবাজার থানার পুলিশ মোটরসাইকেল চোর মো. ইমরান মিয়াকে (২০) আটক করে।

আটক ইমরান হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুর্গানগর গ্রামের মো. মিজান মিয়ার ছেলে। তিনি বর্তমানে সিলেটের দক্ষিণ সুরমার সাদুর বাজারের ৩নং রোডে মজনু মিয়ার কলোনীতে বসবাস করেন।

এ ঘটনায় মোগলাবাজার থানার মামলা (নং-০৫, তাং- ১১/১০/২০২০খ্রিঃ ধারা: ৩৭৯/৪১১) রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet