
নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ মেজরটিলা শ্যামলী আবাসিক এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জুনায়েদ মিয়া (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে। সে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ভাটেরা মেরাবাই গ্রামের আফতাব আলীর ছেলে। ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহপরাণ থানায় মাদক আইনে মামলা দায়ের করে।
শুক্রবার (৮ জানুয়ারি) শাহপরাণ থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের।