
নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
নিউজ পয়েন্ট ডেস্কঃ সিলেট নগরীতে ছিনতাইকারীর হাতে প্রতারিত হয়েছেন তিন তরুণ।
রবিবার (২২ নভেম্বর) বিকেল ৩ ঘটিকায় সিলেট নগরী থেকে বাড়িতে ফিরছিলেন সিলেট জেলা প্রযুক্তি দলের সাবেক প্রচার সম্পাদক রুসেল আহমদ এর ভাই এবং তার আত্নীয় সম্পর্কের আরো দুই ভাই। তাদের নাম যথাক্রম রাসেল আহমদ, আল আমিন এবং রনি মিয়া।
হঠাৎ তাদেরকে স্টেশন ক্লাব এলাকায় একদল ছিনতাইকারী ভুয়া পুলিশের পরিচয় দেয় এবং মুখে মাস্ক ছিলনা বিধায় তারা এসে বলে তুমাদের মাস্ক কই,তুমরা কি জানো না মাস্ক ছাড়া নগরীতে প্রবেশ নিষেধ, চলো তোমাদের কে থানায় নিয়ে যাবো।
পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে জোরপূর্বক একটি সিএনজি তে তুলে নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে নিয়ে যায়।
তারপর সেখান থেকে আরেকটি সিএনজিতে নেয়, এই সিএনজি তে উঠার আগে তাদের তিন জনের মোবাইল হাতিয়ে নেয়।
তারপর একজনকে বলে সামন থেকে মাস্ক নিয়ে আসার জন্য, মাস্ক কিনতে যাওয়ার পরই তাদের ফোন হাতে দিয়ে বলে আরেকজনে নিয়ে আসতে।তারপর একজন অপরজনকে আনার জন্য একটু সামনে যায় তন্মধ্যে আরক জনকে সিএনজি তে তুলে নিয়ে যায়, কারণ তাদের একজনের হাতে ছিলো vivo y20 নিউ মোবাইল, এটা হাতিয়ে নেয় এবং তার মানিব্যাগটা ও নিয়ে যায়, পরে নগরীর জিতু মিয়ার পয়েন্টে নামিয়ে দেয় বেলা ৩টা ৪৯ মিনিটে এবং হুমকি দেয় এগুলি কাউকে না বলার জন্য।
জানা যায়, পরে তারা কোতোয়ালি থানায় একটি জিডি করে এবং নগরীর জিতু মিয়া পয়েন্টের ভিডিও ফোটেজ দেখে এবং একটি গাড়ি শনাক্ত করে।
মাস্ক পড়নের ফলে ছিনতাইকারীদের তারা তেমন চেনতে পারেনি বলে জানান।