1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

সিলেট জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত


বিশেষ প্রতিনিধি: যুব উন্নয়ন অধিদপ্তর,সিলেট এর আয়োজনে চলমান বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২জানুয়ারী) সকাল ১০ ঘটিকায় জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে উপপরিচালক রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মো. আমানউল্লা দর্জীর  সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাসরিন আক্তার,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব(বাজেট-২৩)অর্থ মন্ত্রণালয়।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর এস এম ইমরুজ এরশাদ।এছাড়াও উপস্থিত ছিলেন কোর্স কো-অর্ডিনেটর তানিয়া জামান,কোর্স কো-অর্ডিনেটর ডা:রুকন উদ্দিন, কোর্স কো-অর্ডিনেটর মুস্তাফিজুর রহমান, কোর্স প্রশিক্ষক কসমিক মারজান,খোরশেদ আলম,আব্দুল আলীম,প্রমুখ। সভায় বিভিন্ন ট্রেড থেকে অভিমত প্রকাশ করেন প্রশিক্ষণার্থী ও যুব সংগঠক প্রজেশ সূত্রধর, জয়ন্ত গোস্বামী, জুবেল,শাহরিয়ার,সাঈদ।

সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পিয়ার উদ্দিন এবং মহাগ্রন্থ গীতা থেকে পাঠ করেন করেন অদিতি মল্লিক।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet