নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি এসেছে। ২০১৯ সালের ৫ ডিসেম্বর উভয় শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। এর এক বছর এক মাস পর শুক্রবার (৮ জানুয়ারি) আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে উভয় শাখায় ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জেলা ও মহানগরে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন বেশ কয়েকজন তরুণ নেতা।
তাদের মধ্যে অন্যতম- জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মবশ্বির আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মো. আব্বাস উদ্দিন, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, সদস্য এডভোকেট আফসর আহমদ, শাহিদুর রহমান চৌধুরী।
আর মহানগর আওয়ামী লীগে যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সদস্য এড. জাহিদ সরওয়ার সবুজ, রাহাত তরফদার, এমরুল হাসান, সুদীপ দে, রকিবুল ইসলাম ঝলক (কাউন্সিলর), মাহফুজ চৌধুরী জয় ও ইলিয়াছ আহমদ জুয়েল স্থান পেয়েছেন।